খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা সফল করা লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি (সোমবার) ৩ টার দিকে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্টিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কমিটি গঠনকল্পে গঠিত সমন্বয়ক কমিটির প্রধান ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দরা।
এ সময় বক্ত্যরা বলেন, উপজেলা বিএনপির কমিটিতে বিগত ফ্যাশিষ্ট সরকারের আমলে হামলা, মামলা নির্যাতনের শিকার হওয়া ত্যাগী নেতা কর্মীদের যেন মূল্যায়ন করা হয়। কোনভাবেই যাতে সুবিদাবাদীরা স্থান দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানানো হয়।