গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষরা দুই সহোদরকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। আহতরা গত দুই দিন ধরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো- গাজীপুর মহানগরের কোনবাড়ি থানার এসবারনগর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে সজল খান (৩২) ও তার সহদোর জিসান (১৯)।
সজল খান জানান, তিনি একজন ঝুট (কারখানার পরিত্যক্ত মাল) ব্যবসায়ী। মহানগরের বিভিন্ন এলাকার পোশাক কারখানা থেকে ঝুট ক্রয় করেন। তার এ ব্যবসা হস্তগত করতে স্থানীয় সানজিদ, আকাশ, সাইফুল বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাতে তারা দুইভাই বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি তেতুলতলা মোড় এলাকায় পৌঁছলে সানজিদ, আকাশ. সাইফুলের নেতৃত্বে ১০/১২ জন তাদের পথরোধ করে লাঠি, হেলমেট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে পেটায়। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম এ ব্যাপারে বলেন, তেতুলতলা এলাকায় মারধরের একটি ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।