নিজেদের মাঠে বেশি ম্যাচ খেলতে হবে; তাই ঢাকার প্রথম পর্বে ও সিলেট পর্বে মোটে ৪টি ম্যাচ খেলেছে চিটাগং কিংস। আজ চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই মাঠে নেমেছে তারা। আর ঘরের মাঠে দুর্দান্ত খেলল ফ্র্যাঞ্চাইজিটি। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের পাহাড়সম স্কোর গড়েছে দলটি। সেঞ্চুরি করেছেন দলের টপ অর্ডার ব্যাটার গ্রাহাম ক্লার্ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আজ চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ১৮ রানের মধ্যে ফর্মে থাকা ওপেনার উসমান খান ফিরলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে ৬২ বলে যোগ করেন ১২৮ রান। যার মধ্যে বেশিরভাগ রানই ক্লার্কের। ১৪৬ রানের মাথায় ইমন (২৯ বলে ৩৯) ফিরলে ভাঙে এই জুটি।
মাত্র ৯ ওভার ৩ বলে দলীয় শতরান পূরণ করে চিটাগং। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লার্ক। ইংল্যান্ডের এই খেলোয়াড় তার পরের পঞ্চাশ পূরণ করেন মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত ৫০ বলে ১০১ রান করে আউট হন তিনি। ৭টি চারের পাশাপাশি ইনিংসে ৬টি ছক্কা হাঁকান এই তারকা। চলতি বিপিএলে এটি পঞ্চম সেঞ্চুরি। আর চট্টগ্রামের হয়ে উসমানের পর দ্বিতীয়। আজকের ইনিংসের পর চলতি বিপিএলে রান সংগ্রহে সেরা পাঁচে ঢুকে পড়লেন ক্লার্ক। যদিও রানগড়ে এই ৫ জনের মধ্যে সবার ওপরে তিনি।
শেষদিকে, ব্যাট হাতে চট্টগ্রামের কেউ সুবিধা করতে পারেননি। শামীম হোসেন পাটোয়ারি ১৩ বলে ১৬ রান করে আউট হন। ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। খুলনার হয়ে বল হাতে সফল ছিলেন দুই পাকিস্তানি সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ৩১ ও ২৯ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন তিনি।