গাজীপুরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। মঙ্গলবার সকালে শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দুইশতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) এলবার্ট পি কষ্টা, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, বিএনপি নেতা বেনজির আহমেদ, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক দীপা চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে জামায়াতকে ছুটিয়ে নেয়ার চক্রান্ত চলছে। বিএনপি এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তাই ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়ে গেছে। যারাই তাদের অপকর্মের প্রতিবাদ করেছে তাদেরকেই জঙ্গি আখ্যা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। অথচ আওয়ামী লীগই নিজেরাই জঙ্গি স্টাইলে হত্যা-গুম, লুটপাট চালিয়েছে। শুধু বেগম জিয়া নয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে।