বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে পৌর বিএনপির মুনিগঞ্জ ১ নং ওয়ার্ডের উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহন্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক জননন্দিত ভিপি খাদেম নিয়ামুল নাছির আলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোশারফ হোসেন মন্টু, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শেখ শমসের আলী মোহন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো,জেলা ছাএ দলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামিম। এছাড়া উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, মোল্লারহাট থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, পৌর বিএনপি’র সদস্য সচিব ওবায়দুর রহমান জুয়েল, জেলা বাস্তবহারা দলের সভাপতি আমিনুর রহমান হক,ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ রেজাউল করিম, পৌর যুবদলের সাবেক সভাপতি শেখ ওমর আলী মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।