স্বৈরাচার শাসন আমলে সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ছাত্র -জনতা গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবিতে গাজীপুর আদালত অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি করেছে ছাত্র শ্রমিক জনতা। মঙ্গলবার দুপুরে তারা শহরের শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বশির আহমেদ অপু, ছাত্রদলের প্রতিনিধি ও আন্দোলনে গুলিবিদ্ধ তিতুমীর কলেজের ছাত্রনেতা নাঈম জমাদ্দার, শ্রমিক নেতা আরমান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার সভাপতি আল আমিন সিফাতি, ছাত্র অধিকার পরিষদের ভাওয়াল কলেজ শাখার আহ্বায়ক ফরিদ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ।