গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজারের আড়তের ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকালে ভোগড়া বাইপাস এলাকার আড়তের ফল পট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশ^বর্তী আলুপট্টি ও কাঁচাবাজারের দোকানসহ মুদি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ মামুন বলেন, আড়তে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ওই আড়তে ৪শ’র বেশি দোকান রয়েছে। ফায়ার সাভিসের কর্মীদের তাৎক্ষনিক পদক্ষেপের কারণে মাত্র ১৪টি দোকান পুড়েছে। বাকীগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে।