অমর একুশে বইমেলা ২০২৫ এ মেঘদূত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে খন্দকার ফাহমিদা ফেরদৌস এর গল্পগ্রন্থ “সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি ” । স্টল নাম্বার ৬-৭ থেকে বইটি সংগ্রহ করা যাবে । এছাড়া রকমারি ডট কম থেকেও বইটি অর্ডার করা যাবে। এর আগেও লেখিকার আরো দুটি বই প্রকাশিত হয়েছে।
বইটিতে যেমন রয়েছে টগবগে যুবকের গল্প তেমনি রয়েছে কিছু অতিপ্রাকৃতিক ঘটনার আনাগোনা। ত্রিমাত্রিক প্রেমের গল্প পাওয়া যাবে বইটিতে। ভীষণ আবেগপ্রবণ একজন তরুনের গল্পও আছে। যার কাছে স্ত্রী, সন্তান এবং বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। যিনি জীবন বাজি রেখে সম্পর্ক গুলোকে আগলে রাখতে চান। যদিও তাকে দেখে খুব চঞ্চল প্রকৃতির মানুষ মনে হয় কিন্তু ভেতর থেকে তিনি খুব দায়িত্বশীল একজন মানুষ। চা বাগান, কাঠ গোলাপ, কৃষ্ণচূড়া, ভাট ফুল এবং বিভিন্ন রকমের পাখির দেখা পাওয়া যায় বইটিতে। এছাড়াও গল্পের নায়িকারা তাঁতের শাড়ি পরতে ভীষণ পছন্দ করেন। তারা লম্বা চুলের বেনী দুলিয়ে এবং হাতে কাচের চুড়ি পড়ে এদিক সেদিক ঘোরাফেরা করেন।

সর্বোপরি বইটি সকলের জন্য খুবই সুখপাঠ্য হবে বলে লেখিকা আশা করেন।