অমর একুশে বইমেলা ২০২৫, লেখক মাকসুদা বিথীর গল্পগ্রন্থ “নির্মক্ষিক” প্রকাশিত হয়েছে মেঘদূত প্রকাশন থেকে, ষ্টল নম্বরঃ ৬-৭।

ছোট্ট ছোট্ট ভালোবাসায় পুষ্পরাজীর প্রস্ফুটন হাজারো কল্পানার কথামালায় এসে যখন এক ভাসমান প্রাসাদ তৈরি করে। টইটুম্বুর ভালোলাগারা তখন স্বপ্নের জাল বিছিয়ে ছোট ছোট গল্পে রূপ নেয়। পৃথিবীর কঠিন শিলার আঘাতে স্তব্দ যখন সব, বাস্তবতার যাতাকলে পিষ্ট যখন অন্তরিক্ষের অন্তর্নিহিত ইচ্ছেগুলোর দিকবিদিক ছুটোছুটি, সাজানো গোছানো ভাবনাগুলো পালকহীন ডানায় উড়তে আপ্রান চেষ্টা। মাটির সোঁদা গন্ধ গায়ে জড়িয়ে চিরচেনাকে আষ্টেপিষ্ঠে বেঁধে রাখার কতটা নিঃশব্দ আকুতি, সর্বশান্ত হয়ে আবারো অপেক্ষায় আঁধারের পথ ধরে, আবারো অপেক্ষা মুক্তা বিছানো স্নিগ্ধ সবুজ ভোরের। তেমনি এক আলো আঁধারের পথচলা নিয়ে সাজানো হয়েছে “নির্মক্ষিক”।

বই প্রেমীদের হৃদয় কোনে “নির্মক্ষিক” কিঞ্চিৎ স্থান দখলেই লেখকের স্বার্থকতা, প্রত‍্যাশার সামন‍্য পূর্ণতাই প্রাপ্তির শিখর ছুঁয়ে যাবে। তার লেখা আরো দুটো কাব্যগ্রন্থ “মায়াবতীর চোখে জল” এবং “মৃত্তিকা” পাওয়া যাবে মেঘদূত প্রকাশনের ৬-৭ নম্বর ষ্টলে।

টি এস সি গেইট থেকে সোজা প্রবেশ করে সামনে এগিয়ে Dutch Bangla Bank এর ATM বুথ পার হয়ে একটু এগিয়ে বাংলা একাডেমির ষ্টল এবং তথ‍্য কেন্দ্র পার হয়ে ডানদিকে গেলেই প্রথমা প্রকাশন এবং অবসর প্রকাশন প‍্যাভিলিয়নের ঠিক মাঝখানের গলি দিয়ে প্রবেশ করে হাতের ডানদিকে মোড় নিলেই বামপাশে মেঘদূত প্রকাশন ৬-৭ নম্বর স্টল।

https://www.facebook.com/share/v/1GWUBgo2oa/?mibextid=wwXIfr