নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সারাদেশে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
এতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে আটদিন এ কর্মসূচি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি এতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে।