সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী রবিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৮৪ শতাংশ কোটা পদ্ধতি মেনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। রায়ে নতুন করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেন আদালত।

এরপর থেকে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন নিয়োগ বঞ্চিতরা। আজ দুপুরের দিকেও শাহবাগ অবরোধ করেছেন তারা।