গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার ডা. নাজমুল করিম খান বলেন, ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলনে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশে পলাতক আওয়ামী ফেসিস্টদের প্রতিবিপ্লবে প্রথম শহীদ হলেন আবুল কাশেম। তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী ছাত্র। তিনি বলেন, এই পরিকল্পিত হত্যার বিচার না হলে চব্বিশের বিপ্লব ব্যর্থ হবে।

তিনি বলেন, গত ১৫ বছর পুলিশকে জনগনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। ফ্যাসিবাদের অধীনে যখন পুলিশ কাজ করে পুলিশ তখন জনগনের হতে পারেনি। পুলিশ বিশ্বাস করে সন্ত্রাসী, ফ্যাসিবাদ কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা কখনো ফ্যাসিবাদ হতে পারে না। রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। জনগনের রাজনীতি ও কল্যাণে যারা কাজ করে তাদের সাথে পুলিশ কাজ করতে চায়। এখন যারা জনগণের জন্য কাজ করবে, পুলিশ তাদের পক্ষে থাকবে। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্ধু আবুল কাশেমের জানাজা পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। জানাজা পূর্ব এ আলোচনায় বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী জানিয়েছেন।

আলোচনায় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, মূল ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জনগণ, রাজনৈতিক শক্তি, ছাত্রসমাজ ও সাংবাদিকরা মিলে এই ষড়যন্ত্র প্রতিহত করব।

মহানগর জামাতের নায়েবে আমির হোসেন আলী বলেন, যারা কাশেম হত্যার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আর কোন কাশেমের রক্ত দেখতে চাই না, লাশ দেখতে চাই না। সন্ত্রাসী কর্মকান্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। এসময় তিনি ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়ে বলেন, যারা গ্রেপ্তার হয়েছে, শুনেছি তার কারাগারে জামাই আদরে আছে। অথচ আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে ডান্ডাবেরি লাগানো হয়েছিলো।

গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ বলেন, ২৪ ঘন্টার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবী জানাই। নিহত আবুল কাশেমের প্রতিবেশি নিয়াজ উদ্দিন বলেন, আওয়ামীলীগ মানুষের অধিকার হরণ করেছে। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আবারো হামলা করবে। ওই দিন শুধু হামলা করেনি, গুলিও করেছিলো।

গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নাসের বলেন, বাংলাদেশের বিপ্লবের পরে প্রথম শহীদ আবুল কাশেম। এ ঘটনায় আরো যারা হাসপাতালে আহত রয়েছেন, তাদের অবস্থা এখনো খারাপ। যে কোনো সময় তাদের মৃত্যুও হতে পারে। আমরা শুনেছি এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অনেকে আত্মগোপন রয়েছে। আমি তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর বলেন, গাজীপুরের প্রশাসনের কাছে তেমন কোনো সফলতা নেই। আমরা সফলতা চাই। আমাদের আর কিছু বলার নেই। একটাই কথা বলতে চাই, আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। গাজীপুর থেকে সকল ফ্যাসিস্ট আওয়ামীলীগকে উৎখাত করুন। সেদিন ডিসি অফিসের সামনে কে গুলি করছিলো? তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে বিচারেরআওতায় নিয়ে আসুন।

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বলেন, বিএনপি-জামায়াত এক হয়ে আন্দোলন করবো। আওয়ামী লীগের লোকজন এলাকায় ঘুরছে অথচ গ্রেপ্তার করা হচ্ছেনা।

গাজীপুর জেলা হেফাজত ইসলামের যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিন বলেন, আমাদের ছাত্রবন্ধু কাশেম তার মৃত্যু যদি স্বাভাবিক হতো তাহলে কোনো বক্তব্য ছিল না। তার মৃত্যু শহীদি মৃত্যু হয়েছে। জালেমের আঘাতে জর্জড়িত হয়ে তিনি হাসপাতালের বেডে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেছেন। আওয়ামী ফ্যাসিবাদেরা হায়েনার চেয়েও জঘন্য। স্বাধীন বাংলাদেশে হায়েনাদের রাজনীতি থাকতে পারে না। আগামিতেও কোনোভাবেই তাদেরকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। আমরা কাশেমের মৃত্যুর ঘটনায় জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

জানাজার নামাজে জিএমপি’র অতিরিক্ত কমিশনার জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) রায়হানুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠাণের কর্মকর্তা ও সংগঠণের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের বাড়িতে তার অনুসারিদের হামলায় আহত আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মারা যান।