আবারও হোয়াইট হাউসে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক।গতকাল বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেনি সংবাদমাধ্যমটির সাংবাদিক। আজ শুক্রবার এপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি নির্বাহী আদেশের মাধ্যমে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই নির্দেশনা মানতে রাজি নয় এপি। এ ঘটনার সূত্রেই হোয়াইট হাউসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংবাদমাধ্যমের।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটল। এর আগে ওভাল অফিসে দুইবার প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন এপির হোয়াইট হাউস সংবাদদাতা।
আজ এপির পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক যৌথ সংবাদ সম্মেলনে তাদের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। এপির এডিটর ইন-চিফ জুলি পেইস ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, এই উদ্যোগ এপির মত প্রকাশের স্বাধীনতার ‘স্পষ্ট লঙ্ঘন’, যা সংবাদ মাধ্যমটির সাংবিধানিক অধিকার।