ইসরায়়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৬৯ ফিলিস্তিনি। আজ শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আজ তিন ইসরায়েলিকেও মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার খবরে বলা হয়, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীর অনেকেই পশ্চিম তীরে পৌঁছেছেন। বাকিরা পরে গাজায় পৌঁছাবেন বলে জানা গেছে।
এদিকে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির খবর শুনে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় জড়ো হন তাদের স্বজনরা। সেখানে থাকা অনেককে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।
সেখানে উপস্থিত এক ফিলিস্তিনি বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যেতে পারে এই আশঙ্কায় আমরা ঘুমাতেও পারিনি। আমরা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। আমাদের প্রার্থনা ছিল যুদ্ধবিরতি বজায় থাকুক, গাজা পুনর্নির্মাণ হোক এবং সব বন্দীকে মুক্তি দেওয়া হোক। ‘
এর আগে আজ তিন ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের সঙ্গেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শনিবার মুক্তি পাওয়া তিন ইসরায়েলি ইতোমধ্যে নিজ দেশে পৌঁছেছেন। মুক্তি পাওয়ারা হলেন ইসরায়েলি-রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ, ইসরায়েলি-আর্জেন্টাইন ইয়ায়ার হর্ন এবং ইসরায়েলি-আমেরিকান সাগুই ডেকেল-চেন।