কিছুটা ভিন্নভাবে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’র সদস্যরা। ১৪ ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার দুপুরে তানোরের তাহসীনুল কুরআন হিফজ মাদ্রাসার ৬০ জন অসহায় ও এতিম শিশুর সঙ্গে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে সংগঠনটি।

এ উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে এক আলোচনা সভা শেষে এমন আয়োজন করে রূপসী নওগাঁ। এতে এই দিবসে তথাকথিত ভালোবাসার নামে কথিত ভালোবাসা নামে নষ্টামির বিষয়ে মাদ্রাসার ছাত্ররা সহ আশেপাশের গণ্য মান্য ব্যক্তিদের সচেতন করা হয়। ভালোবাসা করতে হলে সেটা মানুষের এবং জাতীর উপকারে আসবে এমন ভালোবাসা করার বিষয়ে জানানো হয়।

তাহসীনুল কুরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুমিনুল ইসলাম প্রোগ্রামের সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহসীনুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষকরা সহ রূপসী নওগাঁর সভাপতি ডাঃ খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজনসহ আরও অনেকে।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ ও ইঞ্জি সাজু রহমান সুজন বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। ভালোবাসা দিবসের শুরুতেই হাজার হাজার টাকার ফুল বিক্রি হয়। আর দিনের শেষে সেই ফুলই আবার মানুষের পায়ের নিচে যায়। এবার না হয় সেই ফুলের টাকাটা বাঁচালেন। ওই টাকা দিয়ে কিছু অসহায় মানুষ, ছিন্নমূল শিশুকে এক বেলা পেট ভরে খাইয়ে দিন, ওদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে না হয় একটু খরচ করলেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করেন। তেমনি আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ হতে মাদ্রাসার ৫০ জন এতিম অসহায় বাচ্চাদের সঙ্গে নিয়ে দিনটি উদযাপন করেছি। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।’