আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেছে ও আওয়ামী লীগ ঐ নির্বাচনের প্রার্থীর পক্ষে হয়ে জনসভা বা মিছিল মিটিং করেছেন সে সকল নেতাকর্মীদের বিএনপির কোনো পথ দেয়া হবে না নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মাগুরা সদর দক্ষিণ মাগুরা ইউনিট এর চার ইউনিয়ন এর বিশেষ নেতৃবৃন্দদের নিয়ে ১৪ ই ফেব্রুয়ারি আমিনুল ইসলাম পিকুল খানের ভাটায় বিশেষকর্মী সমাবেশ করা হয় সেখানে সার্চ কমিটির জন্য প্রতি ইউনিয়ন থেকে ১০ জন করে নাম সংগ্রহ করা হয়, ওই দশজন করে নামের সংগ্রতালিকায় দেখা যায় আওয়ামী সরকারের আমলে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে এবং সরাসরি নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা করেছে এদের নাম সংযুক্ত করে ইউনিয়ন সার্চ কমিটিতে নাম দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে, ১১ নং বেরহইল পলিতা ইউনিয়নে যাদের নাম দেওয়া হয়, শেখ শফিকুল, মুন্সী উজির আহমেদ, মির্জা আফজাল হোসেন, হাবিবুল ইসলাম বাহার, সিরাজুল ইসলাম সিরাজ, আকবার শেখ, মিয়া মুস্তাফিজুর রহমান, হুমায়ুন মোল্লা, জামাল উদ্দিন, গোলাম মাওলা, এই নামের মাঝে উল্লেখিত সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম মওলা সরাসরি গত নির্বাচনে ইউনিয়ন মেম্বারে নির্বাচন করে, এছাড়াও শেখ শফিকুল, মির্জা আফজাল হোসেন ও আকবর শেখ ইউপি নির্বাচন নিজেরা উপস্থিত থেকে নির্বাচনী জনসভা প্রচার-প্রচারণায় সহযোগিতা করে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নাম এই লিস্টে থাকার কথা না জেনেও, তারা তাদের নাম লেখানোই স্থানীয় পর্যায়ে সমালোচনা সৃষ্টি হয়, স্থানীয় পর্যায়ে জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে খতিয়ে দেখার জন্য।