গাজীপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। রবিবার তাকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম- ব্রজেন্দ্রনাথ রায় ওরফে হৃদয় সরকার (৪০)। তিনি লালমনির হাটের আদিতমারী থানার সবদল এলাকার মৃত ভ’পেন্দ্রনাথ রায়ের ছেলে।

জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে থেকে স্থানীয় রহমান শপিংমল মার্কেট ভবনের ব্লাক লাইফ গার্ডিয়ান নামক প্রতিষ্ঠানে চাকুরি করেন। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম নিয়া কটুক্তি করে পোস্ট দেন। এছাড়াও তিনি মাদ্রাসা এমনকি বায়তুল মোকারম মসজিদের খতিব সম্পর্কে ফেসবুক পেজে নিয়মিত লেখালেখি এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করতেন। বিষয়টি গোয়েন্দা নজরে আসার পর বাসন থানা পুলিশ রবিবার দুপুরে তাকে ওই মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক প্রচার করার কথা স্বীকার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।