বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আবুল হাশেম খান, গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা সেফাউল হক, মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর সহকারি সেক্রেটারি মুহাম্মদ আফজাল হেসাইন, জেলা সহকারি সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস, গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারী মুহাম্মদ আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা সহকারী সেক্রেটারী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদুল্লাহ, ছাত্র শিবিরের গাজীপুর মহানগর সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, জেলা সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।