“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই স্লোগানে খাগড়াছড়ির মহালছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারী (বুধবার) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা সঞ্চালনায় তারুণ্য উৎসবে মহালছড়ি উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসান শাওন’র সভাপতিত্বে, বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সুসমিকা চাকমা, মহালছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা এবং সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র -ছাত্রীসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায়  বক্তারা বলেন,  আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। ছাত্র- ছাত্রী, যুবক-যুবতীদের খেলা- ধুলা, পড়া-শোনা মনোযোগ দিতে বলেন এবং যারা বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন তাদের আরো সামনে এগিয়ে যেতে হবে। খেলা সকল শ্রেণীর মানুষকে একত্রিত করে, দলগত কাজ ও দৃঢ়তার অনুপ্রেরণা জোগায় এবং বাংলাদেশের জাতীয় গৌরব ও সামাজিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যায়।