রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার ‘ইস্টার যুদ্ধবিরতি’ শেষ হয়েছে। আজ সোমবার ফের রাশিয়ার হামলায় তিন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পর্ব উপলক্ষ্যে শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা থেকে পরদিন রোববার মধ্যরাত পর্যন্ত এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন। ইউক্রেন জানিয়েছিল, তারাও এটি মেনে চলবে।

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এরপর রোববার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা কমেছে, এটি সত্য হলেও যুদ্ধ থামেনি।

এদিন রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রোববারের শুরু থেকে রাশিয়ার সেনারা প্রায় তিন হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ সময় রুশ বাহিনী ১৮৮২ বার গোলাবর্ষণ করেছে, এরমধ্যে ৮১২ বার ভারী সমরাস্ত্র থেকে গোলা ছুড়েছে।

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি চলার সময় ইউক্রেন শত শত ড্রোন ও গোলাবর্ষণ করেছে আর তারা কিয়েভের হামলা প্রতিরোধ করেছে।

জেলেনস্কি জানান, সবচেয়ে তীব্র গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর পোকরোভস্কের কাছে। দোনেৎস্ক অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র।

জেলেনস্কি বলেন, নীরবতার জবাব হবে নীরবতা। রাশিয়ার আঘাত প্রতিহত করার জন্য পাল্টা আঘাত হানবো আমরা।

রোববার এর আগে জেলেনস্কি বলেছিলেন, আজ আকাশ হামলার কোনো সতর্ক সংকেত বাজেনি।

এর মাধ্যমে তিনি জানান, রাশিয়া প্রতিদিন ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এদিন গোলাবর্ষণ ছাড়া এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।

পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে ‘ফাঁপা’ বলে অভিহিত করেন তিনি। ক্রেমলিন ‘যুদ্ধবিরতির একটি সাধারণ ধারণা’ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা ‘কঠোরভাবে যুদ্ধবিরতি পালন করেছে’।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেছেন, যুদ্ধবিরতি চলাকালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

যুদ্ধরত পক্ষগুলোর এসব দাবি বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, পুতিন যুদ্ধবিরতি বাড়ানোর কোনো আদেশ দেননি।

এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন চলতি সপ্তাহে একটি চুক্তি করবে।

তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। তারপর থেকে ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ দখল করে নিয়েছে তারা। এরমধ্যে ২০১৪ সালে অধিগ্রহণ করা ক্রাইমিয়া উপদ্বীপও আছে।

ধারণা করা হয়, এ যুদ্ধে ২০২২ সাল থেকে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই সৈন্য।