আবুধাবিতে যৌথভাবে একটি বিশাল ডেটা সেন্টার (কমপ্লেক্স) নির্মাণে অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সক্ষমতা বাড়ানো। এই কমপ্লেক্সে ৫ গিগাওয়াট ক্ষমতা থাকবে- যা একটি বড় শহরের বিদ্যুৎচাহিদা পূরণে যথেষ্ট। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।

মার্কিন বাণিজ্য বিভাগের মতে, এটি যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ডেটা সেন্টার স্থাপনের ঘটনা হতে যাচ্ছে। এটি প্রাথমিকভাবে একটি এক গিগাওয়াটের এআই ডেটা সেন্টার দিয়ে শুরু হবে, তবে শেষ পর্যন্ত এটি ১০ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত হবে।

সিএনএন জানায়, এই প্রকল্পটি মধ্যপ্রাচ্যে মার্কিন এআই ও ক্লাউড কোম্পানিগুলোর উপস্থিতি বাড়াবে বলে আশা করা হচ্ছে, যার ফলে তারা ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলোর চাহিদা আরও ভালোভাবে মেটাতে পারবে। যদিও বাণিজ্য বিভাগের ঘোষণায় কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি, তবে ট্রাম্পের আমিরাত সফরের এক বৈঠকে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে উপস্থিত দেখা গেছে। এনভিডিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সাফল্যকে বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে ট্রাম্প প্রশাসন। এজন্য ট্রাম্প এআই বিনিয়োগকে জোরদার করার চেষ্টা করে যাচ্ছেন।