নওগাঁর বদলগাছীতে আধা কেজি গাঁজাসহ রিয়া নামের এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আধাইপুর গ্রামে এই অভিযান চালানো হয়। বদলগাছী থানার ওসি আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার একটি দল আধাইপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার রিয়া আধাইপুর গ্রামের বাসিন্দা। তিনি কলেজে পড়েন এবং দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি স্থানীয়দের।
ওসি আনিসুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয়রা জানায়, রিয়ার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। অনেকে বলছেন, পুলিশের এমন সক্রিয় ভূমিকা বদলগাছীকে মাদকমুক্ত করতে বড় ভূমিকা রাখবে।