সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে লিবিয়ার হাজি আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি মক্কার পবিত্র কাবা শরিফে তাওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছেন। তবে এই দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। আমের আল গাদ্দাফি হজ ২০২৫ পালনের জন্য লিবিয়া থেকে মক্কায় আসার চেষ্টা করছিলেন। তবে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে তাকে প্রথমে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে, আফ্রিকিয়া এয়ারওয়েজের হজ ফ্লাইটটি দুইবার কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত, বিমানের ক্যাপ্টেন আমের আল গাদ্দাফিকে মক্কায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং তিনি সফলভাবে হজ সম্পন্ন করেন।
হজ সম্পন্ন করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমের আল গাদ্দাফি কাবা শরিফে তাওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছেন। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। আরবি সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় আমের আল গাদ্দাফি জানান, তিনি সুস্থ ও ভালো আছেন।
ভুয়া খবর ছড়িয়ে পড়ার ফলে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে সত্যতা যাচাই না করে কোনো খবর শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে অনেক সময় অযথা আতঙ্ক সৃষ্টি হয়, যা এড়ানো জরুরি।
আমের আল গাদ্দাফির এই ঘটনা প্রমাণ করে যে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়। তাই, যেকোনো খবর শেয়ার করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।