গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র নবঘোষিত উপজেলার আহ্বায়ক কমিটি নিয়ে দু’গ্রুপের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ, বিএনপি’র নেতা-কর্মী ও স্থানীয়রা জানান, সম্প্রতি গাজীপুর জেলার বিএনপি’র সবক’টি ইউনিটের কমিটি বাতিল করা হয়। পরে শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলার বিএনপির আহ্বায়ক করা হয়েছে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদার, সদস্য সচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্য সচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে। দলের জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১ নং আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত দলীয় প্যাডে অনুমোদন দেওয়া ওই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিকে প্রত্যাখ্যান করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সমর্থিত কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশের নেতা কর্মীরা। শনিবার রাতেই তারা ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরদিন রবিবার দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে তারা ওই কমিটি বাতিলের দাবিতে ফের উপজেলার সাহেব বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, নবঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অপর অংশের নেতা-কর্মীরা একইদিন প্রায় একই সময়ে বিজয় মিছিল বের করে। এসময় উভয় পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদেরকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদেরকে ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, বিএনপি’র কমিটি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।