গাজীপুরে চুরির অপবাদে রেললাইনের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার মহানগরীর সদর থানার চাপুলিয়া এলাকার রেল লাইনের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) গাজীপুর মহানগরীর সদর থানার চাপুলিয়া টেকপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে স্থানীয় কিছু লোকজন চুরি করার অভিযোগে শাহরিয়ার রহমান হ্যাভেনকে মারধোর করে। রবিবার ভোরে চাপুলিয়া এলাকায় রেল লাইনের পাশে হ্যাভেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে এলাকাবাসি জানিয়েছে।

নিহতের ভায়রা আবুল কালাম আজাদ ও খালাতো ভাই বিপ্লব সরকার অভিযোগে জানান, দীর্ঘদিন যাবত হ্যাভেনের পরিবারের সাথে স্থানীয় দুই ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হাত-পা বেঁধে রেল লাইনের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।

জিএমপি’র সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের দু’হাত পিঠমোড়া করে রেললাইনের একটি খুঁটির সঙ্গে কোমড় বাঁধা ছিল। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।