এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবার উইমেন্স এশিয়া কাপে লাল-সবুজের নারী প্রতিনিধিদের খেলার সম্ভবনা উজ্জ্বল হয়েছে। এর আগে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিলেন ঋতুপর্ণা-আফেইদারা।
বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের জালে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধের গোল দুটি করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাহির থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শটে গোল প্রথম লিড নেয় বাংলাদেশ। তিনি পরের গোলটি করেন ৭১ মিনিটে।
বাংলাদেশ ‘সি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে। গোল করেছে ৯টি। নিজেদের জালও অক্ষত রেখেছে। আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। যাদের এই মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ যেকোন গোল ব্যবধানে জিতলে, এমনকি ড্র করলেও প্রথমবার এশিয়া কাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়বে।
মিয়ানমারকে হারানো অবশ্য বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সহজ ছিল না। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৫তে। বাংলাদেশ আছে ১২৮তম অবস্থানে। নিজেদের মাঠে খেলছে তারা। ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। বিপক্ষে থাকা এসব সংখ্যা অতিক্রম করে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল।
বিস্তারিত আসছে…