Rail Minister_Signing Ceremony-------1

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ নভেম্বর: শিগগিরই রেল বহরে যোগ হচেছ ১৫০টি নতুন বগি৷ এরমধ্যে ১০০টি মিটার গেজ এবং ৫০টি ব্রড গেজ বগি রয়েছে৷বাংলাদেশ রেলওয়ে সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এসব বগি সরবরাহ করবে ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান ইনকা পিটি৷

রেল ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের উপস’িতিতে এসব বগি কেনার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়৷ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন এবং ইনকা পিটি’র প্রেসিডেন্ট ডাইরেক্টর আর আগস এইচ পুরনোমো স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাতজা রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী শিকদার ও আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক আবদুস সাত্তারসহ রেলওয়ের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ রেলওয়ে বরাবরই অবহেলিত ছিল৷ চার-দলীয় জোট ক্ষমতায় থাকাকালে রেলওয়েতে নজর দেয়নি৷ বর্তমান সরকার রেলের উন্নয়নে বিভিন্ন যুগানত্মকারী পদক্ষেপ গ্রহণ করেছে৷ গৃহীত এসব পদক্ষেপ বাসত্মবায়িত হলে আগামী চার বছরে রেলে নতুন গতি আসবে৷ তখন উন্নত দেশের কাছাকাছি সেবা দেয়া সম্ভব হবে৷

তিনি বলেন, সরকার রেলের উন্নয়নে ইতোমধ্যে ৪১টি প্রকল্প গ্রহণ করেছে৷ সরকারের আগামী চার বছরে প্রকল্পগুলো পুরোপুরি সমাপ্ত হলে রেলওয়েতে আমূল পরিবর্তন আসবে৷রেলপথমন্ত্রী বলেন, যাত্রী সেবার লৰ্যকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে৷ দীর্ঘদিন যাবত্‍ রেলওয়ে কোচ সংকটে ভুগছে৷ চুক্তি অনুযায়ী কোচগুলো হাতে পেলে এ সংকট অনেকটাই দুরীভুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়,একশ’টি মিটারগেজ বগির জন্য ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকা এবং ৫০টি ব্রডগেজ কোচের জন্য ২১৬ কোটি ৫৮ লাখ টাকা খরচ হবে৷ আগামী ২০ থেকে ২৪ মাসের মধ্যে এসব বগি বাংলাদেশকে সরবরাহ করবে ইন্দোনেশিয়ান সংশিস্নষ্ট প্রতিষ্ঠান৷সূত্র জানায়, বাংলাদেশে বর্তমানে ১ হাজার ১৮২টি মিটারগেজ এবং ৩২৪টি ব্রডগেজ কোচ রয়েছে৷ এগুলোর মধ্যে ৪৫৬টি মিটারগেজ এবং ৭৮টি ব্রডগেজ কোচের অর্থনৈতিক জীবন মেয়াদ’ শেষ হয়ে গেছে৷ রেলওয়েতে ৩৫ বছরের বেশি বয়স হলেই সংশ্লিষ্ট কোচের মেয়াদ শেষ বলে ধরা হয়৷