gfgce75t_43194.gif
ভোটমুখী রেলবাজেট পেশ করলেন ভারতের রেলমন্ত্রী খারগে

বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেই ২০১৪ সালের অন্তর্বর্তী রেল বাজেট পেশ করলেন ভারতের রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে। আজ বুধবার সংসদে তেলেঙ্গানা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে বাজেট বক্তৃতা অসম্পূর্ণ রেখে বাজেট পেশ করতে বাধ্য হন রেলমন্ত্রী।

আসন্ন লোকসভার ভোটের কথা মাথায় রেখেই এবারের রেলবাজেটে যাত্রী ভাড়া না বাড়িয়ে যাত্রী স্বাচ্ছন্দের ওপরে জোর দেওয়া হয়। বাজেট পেশ করতে উঠে রেলমন্ত্রী বলেন, মাত্র ৮ মাস রেলমন্ত্রকের আছি, এর মধ্যে যতটা সম্ভব ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। ভারতীয় রেলের অর্থনৈতিক অবস্থা যথষ্টে সন্তোষজনক বলেও জানান খারগে।

মন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে রেল। এই আর্থিক বছরে ১৯ হাজার কিলোমিটার লাইন ব্রডগেজে রূপান্তরিত হয়েছে। একইসঙ্গে ২ হাজার ৭০২ কিলোমিটর নতুন রেল লাইন পাতা হয়েছে।

ভোটকে পাখির চোখ করেই অন্তর্বর্তী রেল বাজেটে কয়েক জোড়া ট্রেনের ঘোষণা দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৭২টি নতুন ট্রেন পাচ্ছে। এরমধ্যে ৩৮টি এক্সপ্রেস ট্রেন, ১০টি প্যাসেঞ্জার ট্রেন, ৮টি মেমু এবং ৩টি ডেমু ট্রেন চালু করা হবে।

বঞ্চিত হয়নি পশ্চিমবঙ্গও। সাতটি নতুন ট্রেন পেল বাংলা। এরমধ্যে ৪টি প্রিমিয়াম ট্রেন, এগুলো হলো- হাওড়া-পুণে, হাওড়া-কাটরা, হাওড়া-মুম্বাই এবং শিয়ালদহ-যোধপুর এক্সপ্রেস। এছাড়াও কাশ্মীর উপত্যকার বানিহালে রেল পরিষবা চালু করা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে রেল সুরক্ষা নিয়ে বেশ কয়েকটি প্রকল্পে ঘোষণা করা হয়।