11045_ff
লোকসভা রণক্ষেত্র, ১৮ এমপি বরখাস্ত

তেলাঙ্গনা রাজ্য বিল নিয়ে ভারতের লোকসভা রণক্ষেত্র। স্পিকার কমপক্ষে ১৮ জন এমপিকে বরখাস্ত করেছেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে তেলাঙ্গনা রাজ্য সৃষ্টি বিষয়ক বিল লোকসভায় উত্থাপনকালে ভিতরে ও লোকসভার বাইরে চলতে থাকে তীব্র প্রতিবাদ। এ সময় লোকসভার ভিতরে এমপিরা মরিচের গুঁড়ো স্পে করেন। সৃষ্টি হয় এক অরাজক অবস্থা। অনেক এমপি এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। টিডিকে দলের সদস্য কে নারায়ণ রাও লোকসভার ভিতরেই অচেতন হয়ে পড়েন। দ্রুততার সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনায় যাদেরকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে কংগ্রেস দলের এমডি লাগাদাপতি। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে, দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী তেলাঙ্গনা বিল লোকসভায় উত্থাপনকালে বিক্ষুব্ধরা মরিচের গুঁড়ো ছিটিয়ে দেন। এতে এমপি, লোকসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা চরম দুর্ভোগে পড়েন। শ্বাসরোধ হয়ে আসায় তারা অবর্ণনীয় এক অবস্থার শিকার হন। সবাই কাঁশতে থাকেন। চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু। এ সময় দৌড়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক এমপি। রাগে ক্ষোভে টিডিপি দলের এমপি ভানুগোপাল রেড্ডি স্পিকারের মাইক্রোফোন ভেঙে ফেলেন। টিভি রিপোর্টে বলা হয়, লোকসভার অধিবেশনকালে তার হাতে ছিল একটি ছুরি। এ অভিযোগ অস্বীকার করেছেন এমপি ভানুগোপাল। বলেছেন, তিনি শুধু স্পিকারের মাইক্রোফোন হাত দিয়ে সরিয়ে রাখার চেষ্টা করছিলেন। লোকসভা যখন এমন রণক্ষেত্রে পরিণত হয় তখন দ্রুততার সঙ্গে সেখানে মোতায়েন করা হয় মার্শাল। রাজাগোপাল ও অন্যদের চিকিৎসা সেবা দেয়া হয়। বাকি এমপিদের দ্রুততার সঙ্গে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। এদিন তেলাঙ্গনা বিলের প্রতিবাদ করায় ১৮ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে। অন্ধ্র প্রদেশ ভেঙে তেলাঙ্গনা রাজ্য সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এর আগে সরকার এ জনদাবি মেনে নেয়। লোকসভায় এ বিষয়ক বিল তোলে।