syria_2707973bজেনেভায় বিরোধী দলের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় সিরিয় সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ বলেছেন, ‘এর দায়-দায়িত্ব পুরোপুরি আসাদ সরকারের।’ ফ্রান্সের লরেন্ট ফেবিয়াস একই সুরে জানিয়েছেন, আসাদ সরকার ‘যেকোনো উন্নতির রাস্তা আটকে রেখেছে’।আলোচনা ভেস্তে যাওয়ায় জাতিসংঘের মধ্যস্থতাকারী লখদার ব্রাহিমি সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। শনিবার সকালে শান্তি আলোচনার শেষ এই ধাপটি ঠিক ২৭ মিনিট স্থায়ী হয়। দ্বিতীয় দফা আলোচনার ষষ্ঠম দিন ছিলো এটি। এতো হতাশার মাঝেও ব্রাহিমি জানিয়েছেন, তৃতীয় দফা আলোচনার জন্য একটি এজেন্ডা গ্রহণ করা হয়েছে, তবে তার জন্য কোনো দিন-ক্ষণ নির্ধারণ করা হয়নি। তিনি আরো জানান, এজেন্ডা গ্রহণ করা হয়েছে চারটি পয়েন্টের ভিত্তিতে। পয়েন্টগুলো হলো : সহিংসতা এবং সন্ত্রাস, একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন, জাতীয় ইন্সটিটিউশন এবং জাতীয় পুনর্মিলন।কিন্তু জেনেভার শান্তি আলোচনার মুখ্য পয়েন্ট বা বিষয় ছিলো দুটো, অন্তর্র্বতীকালীন সরকার এবং সন্ত্রাস- বিদ্রোহীদের কার্যকলাপের বর্ণনা দিতে গিয়ে আসাদ সরকার প্রায়ই যে শব্দটি ব্যবহার করে থাকে। আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সরকারের পক্ষ থেকে প্রধান আলোচক বাশার আল-জাফারি জোর গলায় বলেন, অন্য যেকোনো বিষয়ে আলোচনার আগে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সন্ত্রাসী তৎপরতা নিয়ে আলোচনা করা উচিত।ওদিকে বিরোধী দলের মুখপাত্র লউঅ্যায় সাফি আবারো অন্তর্র্বতীকালীন সরকার গঠনের ব্যাপারে জোরালো গলায় দাবি জানিয়েছেন, যে সরকারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্তর্ভুক্তি থাকবে না এবং যে ব্যাপারে আসাদ সরকার বরাবরই নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকার গঠনের আলোচনা ব্যতিরেকে তৃতীয় দফা আলোচনা করা সময়ের অপচয় করা ছাড়া আর কিছুই হবে না।’