usa_43864
ভারতের নির্বাচিত যে কোনো প্রতিনিধির সঙ্গে কাজ করব : যুক্তরাষ্ট্র

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে যেই জয়ী হোক যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটন৷

উল্লেখ্য, গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে দীর্ঘ ৯ বছরের বয়কটের ইতি টানার পরপরই বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল দেখা করার পরই প্রশ্ন উঠেছে যে, তাহলে যুক্তরাষ্ট্র কী মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক?

এ প্রশ্নের উত্তরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পোক পার্সন হার্ফ বলেন, ‘ভারতের জনগণ যাকেই নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে৷ এদিকে লোকসভা নির্বাচনে মোদীর জয়ের সম্ভাবনা ক্রমশই বাড়ছে দেখেই পাওয়েল তাঁর সঙ্গে দেখা করেছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ সাধারণ নির্বাচনের আগে গান্ধীনগরে মোদীর সঙ্গে পাওয়েলের সাক্ষাৎ দেশটির প্রথম সারির রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার প্রয়াস বলেই উল্লেখ করেন হার্ফ৷ তবে তিনি এও জানান, মার্কিন ভিসানীতিতে কোনো পরিবর্তন আসবে না৷ ক্ষেত্র বিশেষে বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান৷