supremecourt-bangladesh
সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে রিট

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। রবিবার সকালে আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘বাংলাদেশ সংবিধানের ৩নং অনুচ্ছেদে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এছাড়া ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ প্রণয়ন করা হয়।

বাংলা ভাষা প্রচলন আইন এর ৩ নং ধারায় বলা হয়েছে, দেশের সকল অফিস-আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।’

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের নির্দেশ চেয়ে রিটটি করা হয়েছে বলে আইনজীবী জানান।