keeh7jsh_44078.gif
জাপানে তুষারঝড়ে নিহত ১৯

জাপানের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ভয়াবহ তুষারঝড় প্রবাহিত হচ্ছে। ঝড়ে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং ১ হাজার ৬০০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের ফলে দেশটিতে পরিবহন সঙ্কট দেখা দিয়েছে।

আজ সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

জাপানের বহুল প্রচারিত ইওমিউরি শিমবুন পত্রিকাটি জানায়, চলতি সপ্তাহে দেশটিতে রেকর্ড পরিমাণ তুষারঝড়ের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। ঝড়টি এ্খন উত্তরাঞ্চলীয় হোকাইডো দ্বীপে আঘাত হেনেছে। বরফ পড়ে রাস্তাঘাট এবং রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে প্রায় ৭ হাজার লোক আটকা পড়েছে।

জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে এবং ইওমিউরি বলছে, ঝড়ে  টোকিওর উত্তরাঞ্চলীয় ইয়ামানাশি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেকার দোকানগুলোতে এখন দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জনগণকে সহায়তা দিতে  সরকারি টিম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

এদিকে প্রচণ্ড তুষারপাতের কারণে ব্যাপক এলাকাজুড়ে বিদ্যুবিভ্রাট শুরু হয়েছে। জাপানের রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত বিদ্যুৎ কোম্পানি টোকিও ইলেকক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বলেছে, ২ লাখ ৪৬ হাজার বাড়ি শনিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।