1392705069.দক্ষিণ কোরিয়ার একটি রিসোর্টের একটি ভবন ধসে পড়ায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। দক্ষিণ-পুবের শহর গাইয়িঅঙজু’র মাউনা ওশ্যান রিসোর্টেও একটি অডিটরিয়ামে ধারণা হিসেব মতে ৫৬০ জনেরও বেশি দর্শক-শ্রোতা কনসার্ট উপভোগ করার সময় হঠাৎ অডিটরিয়ামের একটি অংশ ধসে পড়ে। নিহত ১০ জনের মধ্যে ন’জনই ছাত্র বলে খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, বেঁচে যাওয়া ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, কনসার্ট উপভোগ করতে আসা দর্শকদের মধ্যে দক্ষিণের বুসান বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের অসংখ্য ছাত্র-ছাত্রী ছিলেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিতে এখানে এসেছিলেন তারা। দুর্ঘটনার জন্য অগ্নিনির্বাপক বাহিনীগুলো ছাদের ওপর জমে থাকা তুষারের ওজনকে দায়ী করছেন। ফায়ারফাইটার কিম ইন-উ বলেন, ‘আমরা ধারণা করছি ভবনটির কেন্দ্র তুষারের ওজন বইতে ব্যর্থ হওয়ায় ধস নামে ভবনে।’ বাজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘১০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে, দু জন গুরুতর আহত, এবং কেটে-ছড়ে গেছে ১০১ জনের।’ ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা থাকতে পারেন সন্দেহে আজ মঙ্গলবারও উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দেয়া খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় ২১ :১৫ মিনিটে (১২ :১৫ জিএমটি) ধসে পড়ে ভবনটি। –