1
বি চৌধুরীকে দেখতে গেলেন খালেদা

‘বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে দেখতে তার বারিধারার বাসায় গেছেন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১২ নং সড়কে ১৯ নং বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিকল্পধারা‘র মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

এরপর বিএনপি চেয়ারপারসনকে পঞ্চম তলায় বি চৌধুরীর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে কথা বলেন খালেদা জিয়া এবং তার চিকিৎসারও খোঁজ-খবর নেন তিনি।

এ সময়ে বি চৌধুরীর স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, মাহী বি চৌধুরীর স্ত্রী আশফা হক লোপা ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বি চৌধুরীর বাসায় খালেদা জিয়ার এটিই প্রথম আগমন।

গত কয়েকদিন ধরে বি চৌধুরী অসুস্থতা বোধ করছেন। দেশের প্রবীন এই চিকিৎসক নিজের বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।