mirza-fakhrul-islam-alamgir_45486
‘সীমান্ত অরক্ষিত রাখার চক্রান্তেই বিডিআর বিদ্রোহ’

সীমান্ত অরক্ষিত রাখার চক্রান্তেই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ দুপুরে সাদেক হোসেন খোকার কারামুক্তি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সেঙ্গ আলাপ কালে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার বিচার সঠিকভাবে হয়নি। যা হয়েছে তা বিচারের নামে প্রহসন। আমরা বিডিয়ার বিদ্রোহের বিচার ও সুষ্ঠু তদন্ত দাবি করছি।

তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতির শোকের দিন। ২০০৯ সালের এই দিনে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হয়েছে। যারা দেশের সর্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের বিচারের আওতায় আনা হয়নি। মামলায়ও তাদের সম্পৃক্ত করা হয়নি।

জঙ্গিবাদ প্রসঙ্গে ফখরুল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে সশস্ত্র সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা ও প্রশ্রয়দাতা। সেটা আজ জাতির কাছে প্রমাণিত।