du_72638
ছাত্রলীগ নেতাসহ ঢাবির ৩ ছাত্র বহিষ্কার

ধানমন্ডি প্রিয়াঙ্গণ শপিং কমপ্লেক্সের এক দোকান কর্মচারীকে অপহরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল শাখা ছাত্রলীগ নেতাসহ ৩ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃত তিন ছাত্র হলেন- মাহবুব (দর্শন বিভাগ, মাস্টার্স), সাইদুল ইসলাম ( রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ), মাহবুবুর রহমান  (লোকপ্রশাসন বিভাগ, ৩য় বর্ষ)। এদের মধ্যে মাহবুবুর রহমান মুহসিন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, সোমবার দুপুরের খাবার খেতে আফতাব হোটেলে যায় শহীদুল্লাহ হলের ছাত্রলীগ কর্মী শাহরিয়ার কবির। খাবার দিতে কিছুটা দেরি হলে তিনি হোটেলের কর্মচারীদেরকে মারতে উদ্যত হন। পরে হল থেকে ছাত্রলীগের আরো কয়েকজন নেতাকর্মীদের ডেকে নিয়ে ম্যানেজারকে ভিতরে আটকে রেখে হোটেলটিতে তালা লাগিয়ে দেন। পরে বিকেল চারটার সময় চাবি ফিরিয়ে দিলে হোটেলটি আবার চালু করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে হোটেলের মালিক আফতাব হোসেন বলেন, দুপুরে খাবার খেতে আসা এক ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড়ভাই এসে হোটেলে তালা মেরে চাবি নিয়ে যায়। পরে চারটার দিকে চাবি দিলে আবার হোটেল খুলেছি।
শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আফতাবে খাবার খেতে গিয়ে হলের এক কর্মীর সাথে সমস্যা হয়েছে। এ ঘটনায় তারা তালা লাগিয়ে দিয়েছ বলে জানতে পেরেছি। তবে ক’দিন ধরে আমি ঢাকার বাইরে থাকায় তেমন কিছু বলতে পারছি না। হলে এসে বিস্তারিত খোঁজ নেওয়া যেতে পারে।
এসব বিষয়ে সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, গত কয়েকদিন যাবত ক্যাম্পাসে বিভিন্ন ঘটনা ঘটছে। যা সত্যিই দুঃখজনক। আমাদের কাছে এসব ঘটনায় যে ক’টি অভিযোগ এসেছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে অপহরণের ঘটনায় মহসীন হলের তিন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর জসিমউদ্দিন হলে মদ পানের বিষয়েও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আফতাব হোটেল ও সূর্যসেন-জহুরুল হলের ঘটনায় শিগগিরই ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।