1সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট দাবি করার পর এবার এর ব্যাখ্যা দেবেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ৮ই এপ্রিল তিনি সেন্ট্রাল লন্ডনের ওয়েষ্ট মিনিষ্টার সেন্ট্রাল হলে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। বক্তব্যে তারেক রহমান প্রথম প্রেসিডেন্টের বিষয়টি খোলাসা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই সুধী সমাবেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। গত ২৫শে মার্চ যুক্তরাজ্যে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার পাশাপাশি তাঁকে বাংলাদেশের  প্রথম প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন তারেক রহমান। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষকে সঠিক ইতিহাস জানাবার সময় এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এটাই সত্যি, এটাই ইতিহাস। ১৯৭১ সালের ২৬শে মার্চ  জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল’। তার এ বক্তব্য দেয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা আসে। জবাব দেন খোদ সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নিয়ে আলোচনা হয় সংসদেও।