3দৈনিক বার্তা: বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, দু’জন ইউপি চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জন বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সন্ধ্যায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলায় জামিনের শুনানির জন্য ওই নেতাকর্মীরা আদালতে হাজির হলে কুষ্টিয়ার নিম্ন আদালতের বিচারক সাজ্জাদ হোসেন শুনানি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এরা হলেনÑ খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেদ খান তাতারী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খোকসা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জমান কাজল ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমানসহ ১২ জন।
উল্লে¬খ্য, গত ১১ই ফেব্রুয়ারি খোকসার সমসপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এসব বিএনপি নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নামে মামলা হয়। ২৪শে ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নেয় আসামিরা। সোমবার কুষ্টিয়ার নিম্ন আদালতে জামিন শুনানির জন্য আসামিরা হাজির হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।