3দৈনিক বার্তা: ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে তিন দিনের রোডমার্চ শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মঙ্গলবার সংহতি সমাবেশের মাধ্যমে রোডমার্চের যাত্রা শুরু হয়। রোডমার্চটি ১০ এপ্রিল বিকেল ৪টায় তিস্তা ব্যারেজসংলগ্ন দোয়ানী বাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
৮টি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চার এই রোডমার্চে শতাধিক নেতাকর্মী অংশ নিচ্ছেন। রোডমার্চ শুরুর আগে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুল সাত্তার, কেন্দ্রীয় নেতা সাইফুল হক, সুধাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকিসহ আরও অনেকে।
লংমার্চে অংশগ্রহণকারীরা প্রথম দিন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাতযাপন করবেন। বুধবার সকালে বগুড়া থেকে রংপুরের উদ্দেশে গাড়িবহর রওনা করবে। রংপুরে রাতযাপন করবে। বৃহস্পতিবার রংপুর থেকে তিস্তা ব্যারেজের উদ্দেশে রওনা ও ব্যারেজ এলাকায় লংমার্চ সমাবেশের মাধ্যমে শেষ হবে। এ ছাড়া ঢাকা থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করবে বাম মোর্চা।