1দৈনিক বার্তা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিত্রকর্ম বিক্রি নিয়ে নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যথায় মানহানির মামলার মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছে দলটি।তৃণমূল কংগ্রেসের মহাসচিব মুকুল রায় আজ সাংবাদিকদের বলেন, চিত্রকর্ম বিক্রি নিয়ে করা অভিযোগ মোদীকে হয় প্রমাণ করতে হবে না হয় প্রকাশ্যে ক্ষমা চায়তে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব।মোদী গতকাল পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এক সমাবেশে বলেন, ‘আপনার [মমতা] চিত্রকর্ম ৪ লাখ, ৮ লাখ বা ১৫ লাখ রুপিতে বিক্রি হতো। কিন্তু কি কারণে আপনার একটি চিত্রকর্ম ১ কোটি ৮০ লাখ রুপিতে বিক্রি হলো। আমি শিল্পকে শ্রদ্ধা করি। কিন্তু ব্যক্তিটি কে যে আপনার চিত্রকর্মটি ১ কোটি ৮০ লাখ রুপি দিয়ে কিনল।’মোদী আরো বলেন, কারা আপনার চিত্রকর্ম কিনেছে, কত দিয়ে কিনেছে, হঠাৎ কিভাবে তারা আপনার মেধার খুঁজ পেল- এসব পশ্চিমবঙ্গের লোকেরা জানতে চায়।মমতার চিত্রকর্ম নিয়ে মোদীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো।