মনির/দৈনিক বার্তা : ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে মিথস্ক্রিয়া ও সামাজিক কূপমন্ডূকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ’ কর্মসুচীর আওতায় জেলা তথ্য অফিস এর আয়োজনে ফরিদপুরে তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ।
সোমবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আসম জাহাঙ্গীর চৌধুরি টিটো, প্রফেসর মো. শাহজাহান, আমিনুর রহমান ফরিদ, কামাল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল।

মোস্তফা সরোয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচিত্রটি প্রদশনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এছাড়া ৩ দিনের উৎসবে যে সকল চলচিত্র প্রদর্শন করা হবে তার মধ্যে বন্দে মায়া লাগাইছে, গেরিলা, জোসনার ভরা মন, আমার বন্ধু রাশেদ, অর্ধেক আকাশ, মনপুরা, মাটির ময়না, আগুনের পরশমনি অন্যতম।
চলচ্চিত্র উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত চলচ্চিত্র প্রদশনী চলবে। #

1
File Photo