1দৈনিক বার্তা :  রোনাল্ডোর চেয়ে বেশি বেতন না পেলে তিনি বার্সেলোনা ছেড়ে যাবেন। সার্গিও আগুয়েরোকে ন্যুক্যাম্পে উড়িয়ে আনতে না পারলে নতুন চুক্তিতে সই করবেন না। বিশ্বকাপের জন্য পা বাঁচিয়ে খেলছেন। মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। স্প্যানিশ মিডিয়ার অপপ্রচারে ত্যক্তবিরক্ত হয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। সাফ জানিয়ে দিলেন, তার বার্সা ছাড়া সংক্রান্ত মুখরোচক সব খবরই ডাহা মিথ্যা! মেসিকে নিয়ে ধোঁয়াশা কাটার দিনেই আবার চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিলেন দানি আলভেস ও পেড্রো। তবে ভবিষ্যতের প্রশ্নে বিপরীতমুখী অবস্থানে থাকলেও একটা ক্ষেত্রে এক বিন্দুতে মিলে গেছেন তিন সতীর্থ। নাটকীয়ভাবে দৃষ্টিসীমায় চলে আসা লীগ শিরোপা যেকোনো মূল্যে মুঠোবন্দি করতে চান তারা। পরশু স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে নিন্দুকদের একহাত নিয়ে মেসি বলেছেন, গত এক বছরে বার্সেলোনায় আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে গণমাধ্যমে। যার সবই ডাহা মিথ্যা। এখানে আমি অনেক ভালো আছি। দুঃসময় ও বিতর্ক পেছনে ফেলে মেসির ধ্যানজ্ঞান এখন স্প্যানিশ লীগ। টানা দুম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায় অবিশ্বাস্যভাবে লা-লীগার রাজত্ব ধরে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে বার্সার সামনে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন এলচে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমের শেষ দুম্যাচেই জিততে হবে তাদের। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না মেসি। বলেছেন, এক সপ্তাহ আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছি আমরা। লীগ জেতার সত্যিকারের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের ভাগ্য এখন আমাদের হাতে। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করতে পারি না আমরা।
দানি আলভেসের দাবি, লীগ শিরোপা হাত ফস্কে গেলে তা হবে মহাবিপর্যয়। আর পেড্রোর চোখে ক্ষমার অযোগ্য অপরাধ। টালমাটাল এই মৌসুমে বড় ম্যাচগুলোতে খেলার যথেষ্ট সুযোগ না পাওয়ায় আগামী মৌসুমে ন্যুক্যাম্পে থেকে যাওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না পেড্রো। আলভেসের বিষয়টি ভিন্ন। ন্যুক্যাম্পে স্বস্তির আবহ না ফিরলে এই গ্রীষ্মেই বার্সা ছাড়ার হুমকি দিয়েছেন ব্রাজিলীয় ডিফেন্ডার। বর্তমান পরিস্থিতিতে নিজেকে উজ্জীবিত করতে পারছেন না তিনি। বলেছেন, বার্সেলোনায় খেলার সুযোগ পাওয়া খুবই কঠিন। মানুষ পছন্দ করুক আর না করুক আমি এই ক্লাবের ইতিহাসের অংশ। খেলার জন্য আমার প্রাণশক্তির প্রয়োজন যা আমাকে উদ্দীপ্ত করে। কিন্তু এই মৌসুমে প্রত্যাশিত ফল না পাওয়ায় মানুষ বলিরপাঁঠা খুঁজবে। আমাকেই হয়তো দায়ী করবে। এতে নেতিবাচক শক্তির উত্থান হবে। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, আমি সম্ভবত বার্সেলোনা ছেড়ে যাব। ওয়েবসাইট।দৈনিক বার্তা : রোনাল্ডোর চেয়ে বেশি বেতন না পেলে তিনি বার্সেলোনা ছেড়ে যাবেন। সার্গিও আগুয়েরোকে ন্যুক্যাম্পে উড়িয়ে আনতে না পারলে নতুন চুক্তিতে সই করবেন না। বিশ্বকাপের জন্য পা বাঁচিয়ে খেলছেন। মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। স্প্যানিশ মিডিয়ার অপপ্রচারে ত্যক্তবিরক্ত হয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। সাফ জানিয়ে দিলেন, তার বার্সা ছাড়া সংক্রান্ত মুখরোচক সব খবরই ডাহা মিথ্যা! মেসিকে নিয়ে ধোঁয়াশা কাটার দিনেই আবার চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিলেন দানি আলভেস ও পেড্রো। তবে ভবিষ্যতের প্রশ্নে বিপরীতমুখী অবস্থানে থাকলেও একটা ক্ষেত্রে এক বিন্দুতে মিলে গেছেন তিন সতীর্থ। নাটকীয়ভাবে দৃষ্টিসীমায় চলে আসা লীগ শিরোপা যেকোনো মূল্যে মুঠোবন্দি করতে চান তারা। পরশু স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে নিন্দুকদের একহাত নিয়ে মেসি বলেছেন, গত এক বছরে বার্সেলোনায় আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে গণমাধ্যমে। যার সবই ডাহা মিথ্যা। এখানে আমি অনেক ভালো আছি। দুঃসময় ও বিতর্ক পেছনে ফেলে মেসির ধ্যানজ্ঞান এখন স্প্যানিশ লীগ। টানা দুম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায় অবিশ্বাস্যভাবে লা-লীগার রাজত্ব ধরে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে বার্সার সামনে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন এলচে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমের শেষ দুম্যাচেই জিততে হবে তাদের। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না মেসি। বলেছেন, এক সপ্তাহ আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছি আমরা। লীগ জেতার সত্যিকারের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের ভাগ্য এখন আমাদের হাতে। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করতে পারি না আমরা।
দানি আলভেসের দাবি, লীগ শিরোপা হাত ফস্কে গেলে তা হবে মহাবিপর্যয়। আর পেড্রোর চোখে ক্ষমার অযোগ্য অপরাধ। টালমাটাল এই মৌসুমে বড় ম্যাচগুলোতে খেলার যথেষ্ট সুযোগ না পাওয়ায় আগামী মৌসুমে ন্যুক্যাম্পে থেকে যাওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না পেড্রো। আলভেসের বিষয়টি ভিন্ন। ন্যুক্যাম্পে স্বস্তির আবহ না ফিরলে এই গ্রীষ্মেই বার্সা ছাড়ার হুমকি দিয়েছেন ব্রাজিলীয় ডিফেন্ডার। বর্তমান পরিস্থিতিতে নিজেকে উজ্জীবিত করতে পারছেন না তিনি। বলেছেন, বার্সেলোনায় খেলার সুযোগ পাওয়া খুবই কঠিন। মানুষ পছন্দ করুক আর না করুক আমি এই ক্লাবের ইতিহাসের অংশ। খেলার জন্য আমার প্রাণশক্তির প্রয়োজন যা আমাকে উদ্দীপ্ত করে। কিন্তু এই মৌসুমে প্রত্যাশিত ফল না পাওয়ায় মানুষ বলিরপাঁঠা খুঁজবে। আমাকেই হয়তো দায়ী করবে। এতে নেতিবাচক শক্তির উত্থান হবে। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, আমি সম্ভবত বার্সেলোনা ছেড়ে যাব। ওয়েবসাইট।