Faridpur Storm Pic 01(3)দৈনিক বার্তা: ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। ঝড়ে

অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ী ও অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ে। এছাড়া উঠতি বরো ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড় ফরিদপুর সদর, ভাঙ্গা, সদরপুর,

নগরকান্দা ও চরভদ্রাসন উপজেলার উপর দিয়ে বয়ে যায়।  ঝড়ের সময় বজ্রপাতে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের জোহরা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়। অপরদিকে ঝড়ের সময় ভাঙ্গা উপজেলার হমিরদী গ্রামের মুক্তার তালুকদারের শিশুপুত্র মামুন  তালুকদার বাড়ির উপর আম কুড়ানোর সময় গাছ চাপা পড়ে মারা যায়।

এছাড়া ঝড়ে উঠতি বরো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে সদর উপজেলার মহিলারোড এলাকায় পুরাতন গাছ ভেঙ্গে পড়লে মহাসড়কে  প্রায় ৫ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।