khun3-খুন দৈনিক বার্তা : সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সুদের টাকার জের ধরে স্কুলের এক প্রাক্তন প্রধান শিক্ষকে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ নিহত হারেজ আলী সরকার (৬০) উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের বাসিন্দা ও রেহাই পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক৷  এলাকাবাসী জানায়, হারেজ আলী সরকার কয়েক বছর আগে পাশর্্ববর্তী জোতপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া মোল্লার কাছে টাকা ধার নেন৷ সে টাকার সুদ বাবদ ৯ লাখ ৬০ হাজার আদায় করতে ইয়াহিলা মোল্লা বৃহস্পতিবার রাতে হারেজ আলীর বাড়িতে যায়৷ তর্ক বিতর্কের এক পর্যায়ে হারেজ আলী সরকারকে মারধোর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া মোল্লা সেখান থেকে সটকে পড়েন৷ পরে বাড়ির লোকজন হারেজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে গভীর রাতে তিনি মারা যান৷  চৌহালী থানার ওসি (ভারপ্রাপ্ত) এসআই শামসুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন৷ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷