1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা : গাজীপুরের এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিক অসন্তোষের কারনে বিকেলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলাম ও কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল আলম জানান, গাজীপুর মহানগরী কোনাবাড়ির দেউরিয়াবাড়ি এলাকার টিফিনিস ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই কর্তৃপক্ষের কাছে মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধের তারিখ সোমবার নির্ধারন করে। কিন্তু এদিন পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ এতে সায় না দেয়ায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। একপর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর এসে সড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় আধ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ বুধবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের আশ্বাস দেয়ার পর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করলে সড়কে পূন:রায় যানবাহন চলাচল শুরু হয়।