1দৈনিক বার্তা : ভারতে বাংলাদেশী ও পাকিস্তানি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে দপ্তর খোলার নির্দেশ দিয়েছেন দেশটির হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগেই মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ডেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পশ্চিমবঙ্গের জাতীয় দৈনিক বর্তমান-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশী এবং পাকিস্তানিদের অনুপ্রবেশ নিয়ে মোদির অবস্থান যে নিছক নির্বাচনী প্রচার নয়, তা বোঝাতেই মোদির এই উদ্যোগ। মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ডেকে অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে কর্মপরিকল্পনা তৈরিরও নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, অনুপ্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রককে পৃথক একটি দপ্তর খোলার নির্দেশ দিয়েছেন মোদি। এই দপ্তরের কাজ হবে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো রাজ্যগুলোতে বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকানোর রূপরেখা তৈরি করা এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করা। একই সঙ্গে পাঞ্জাব, রাজস্থান এবং কাশ্মীরেও পাকিস্তানিদের অনুপ্রবেশ রোধের সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি বিভিন্ন সময় বলেছেন, পাকিস্তানি এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।