1দৈনিক বার্তাঃ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াট এবং তার পরিবারের সদস্যদের আটক করেছে সেনাবাহিনী। তাকে রাজধানী ব্যাংককের বাইরে একটি সেনা ক্যাম্পে রাখা হয়েছে।
এর আগে ক্ষমতা দখলকারী সেনা কর্মকর্তারা মিজ ইংলাকসহ শতাধিক রাজনৈতিক নেতাকে এক সামরিক স্থাপনায় ডেকে নিয়ে যান।
ব্যাংককের একটি সামরিক স্থাপনায় মিজ ইংলাককে কয়েক ঘন্টা রাখা হয়। সেখান থেকে তাকে একটি লজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে পূববর্তী খবরে জানা গিয়েছিল।
তবে মিজ ইংলাকসহ অন্যদের কেন ডেকে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্টভাবে জানানো হয় নি।
এ ছাড়া থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারী গোষ্ঠীগুলোর কয়েকজন নেতাকে সামরিক কর্তৃপক্ষের ভাষায় ‘নিরাপদ ভবনে’ আটক রাখা হয়েছে একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

অভ্যুত্থানকারী কর্মকর্তাদের নেতা নিজেই প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন। আজই কোন এক সময় তিনি রাজা ভুমিবল আদুল্যদেজের সাথে দেখা করবেন।

সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াট সহ শতাধিক রাজনৈতিক নেতা। গত রাতে জারি ছিল কারফিউ, স্বাধীন টিভি-রেডিও বন্ধ, সমাবেশ নিষিদ্ধ। রাস্তায় চলছে সেনা প্রহরা।

থাইল্যান্ডের সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণের পর কারফিউ জারি অবস্থায় প্রথম রাত অতিবাহিত করেছে সেখানকার জনগণ।

দেশটির স্বাধীন সব টিভি ও রেডিও স্টেশন বন্ধ রয়েছে এবং রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কয়েক’শ সশস্ত্র সেনা রাজধানী ব্যাংককের রাস্তায় অবস্থান করছে।