1দৈনিক বার্তাঃ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাষ্ট্রের যে কোন হত্যাকাণ্ডের দায়ভার ক্ষমতাসীন সরকারকেই নিতে হয়। তবে বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যাকাণ্ডে বিশ্বাসী নয়। বিগত বিএনপি-জামায়াত সরকার সরকারি বাহিনী দিয়ে বিভিন্ন হত্যাকা- ঘটিয়েছে। তারা ২১শে আগস্ট গ্রেনেড় হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যা ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যার মতো জঘন্য কর্মকা- ঘটিয়েছিল। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘রাজনীতির প্রয়োজন’ শীর্ষক রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা নতুন ঘটনা নয়। শুরু থেকেই ইসলাম ধর্মের নামে রাজনীতি চলে আসছে। ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য চারদলীয় জোট ২০০১ সালে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পরেও কোন ধর্মীয় আইন প্রণয়ন করেনি। এতে বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করেই ক্ষমতায় আসা। সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের চেয়ারম্যান ড. মীজানুর রহমান শেলী, বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আবু তাহের তৈয়ব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। এটিএম শামসুল হুদা বলেন, বিশ্বের অধিকাংশ দেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা থাকলেও আমাদের দেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারেনি। তাই আমাদের এ সঙ্কট উত্তরণের পথ খুঁজতে হবে। মীজানুর রহমান শেলী বলেন, দেশের রাজনীতিতে ইসলামের নামে অপব্যাখ্যা করা হচ্ছে। এতে জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছে। তাই এই অপব্যাখ্যা বন্ধ করতে হবে।