2দৈনিক বার্তাঃ আজ সুপ্রিমকোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহাসমাবেশে সারাদেশের কয়েকহাজার আইনজীবী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ইতোমধ্যে মহাসমাবেশের সকল প্রস্তুতিসম্পন্ন করছেন সমাবেশ প্রস্তুতি কমিটি। শনিবার সকাল ১০টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে সমাবেশ শুরু হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সূত্রে জানা যায়, আইনজীবী মহাসমাবেশ সফল করার জন্য ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৩ শতাধিক আইনজীবী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সমাবেশ মূল মঞ্চের কাজ শেষ। এতে প্রায় ১৫ হাজার আইনজীবী অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রস্তুতি কমিটি। ইতোমধ্যে অনেকেই ঢাকায় বিভিন্ন হোটেলে বিভিন্ন জেলার আই্নজীবীরা অবস্থান করছে বলেও জানা যায়। সুপ্রিমকোর্ট, ঢাকা আইনজীবী সমিতিসহ ঢাকার আশপাশে অন্যান্য আইনজীবীরা এতে যোগদান করবে। সেবা ও শৃংখলা কমিটির সদস্য সচিব শরীফ ইউ আহমেদ জানান, সমাবেশের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা আশা করছি আইনজীবীদের সমাবেশ সফল হবে। উল্লেখ্য, গত ১৯ মে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ও বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ, নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন কুমার সরকারসহ সারা দেশে অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন আইনজীবীদের মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।